বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঐতিহাসিক রূপো জয় নীরজ চোপড়ার
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে ইতিহাস নীরজের, জ্যাভলিন থ্রো-এর ফাইনালে রুপোর পদক জয় করেছেন নীরজ চোপড়া
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস নীরজ চোপড়ার | বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন ফাইনালে ইতিহাস নীরজের | এই প্রথম এই প্রতিযোগিতায় জ্যাভলিনে পদক পেল ভারত | জ্যাভলিন থ্রো-এর ফাইনালে রুপোর পদক জয় করেছেন নীরজ চোপড়া | নীরজ চোপড়া ফাইনালে ৫ বারের অ্যাটেম্পটে সর্বোচ্চ ৮৮.১৩ মিটার থ্রো করেন | এই বিভাগে সোনা জিতেছেন অ্যান্ডারসন পিটারস, তিনি ৯০.৫৪ মি. থ্রো করেন | তৃতীয় হয়েছেন চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাডেলেজ, তিনি ৮৮.০৯মি. থ্রো করেন | নীরজের এটাই প্রথম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা | এর আগে নীরজ দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি চোটের কারণে | নীরজের আগে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১বারই মাত্র পদক এসেছে | ২০০২ সালে অঞ্জু ববি জর্জ লংজাম্পে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন |বলতে গেলে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ থেকে ১৯ বছর পর পদক এল | ঐতিহাসিক রুপো পদক জয়ের পর নীরজকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন | নীরজ সম্প্রতি বেশ কয়েকটি প্রতিযোগিতায় পদক জয় করেছেন | অলিম্পক্সেও জ্যাভলিনে সোনা জয় করেছেন নীরজ চোপড়া | তারপর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপো জয় একটা বড় সাফল্য