রানিদের সুখ্যাতি দিলীপ তিরকের মুখে, বিশেষ সাক্ষাৎকারে প্রাক্তন অলিম্পিয়ান পর্ব-২

ভারতীয় হকিতে ছেলেদের পাশাপাশি দারুণ ভাবে উত্থান ঘটেছে ভারতীয় মহিলা হকি দলেরও। মহিলা হকি দল এখন থেকেই পদকের আশা নিয়েই প্রতিটি প্রতিযোগিতায় নামছে। এবার অলিম্পিকেও খেতাবের আশা দেখছেন প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় দিলীপ তিরকে। এশিয়ান গেমসে ভারতীয় দল ব্রোঞ্জ পেলেও, মহিলা দল পেয়েছে রুপো। সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দলও। এবার সেই নিয়েই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকারে মুখোমুখি হয়েছিলেন দিলীপ তিরকে। প্রথম পর্বে ভারতীয় পুরুষ দলের হকি নিয়ে আশা দেখালেও, দ্বিতীয় পর্বে দিলীপ তিরকে মজেছেন মহিলা হকি দল নিয়ে। রানী রামপাল থেকে শুরু করে বাকি হকি মহিলা হকি তারকাদের নিয়ে খোলা মেলা আলোচনায় প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক।

/ Updated: Nov 11 2019, 07:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতীয় হকিতে ছেলেদের পাশাপাশি দারুণ ভাবে উত্থান ঘটেছে ভারতীয় মহিলা হকি দলেরও। মহিলা হকি দল এখন থেকেই পদকের আশা নিয়েই প্রতিটি প্রতিযোগিতায় নামছে। এবার অলিম্পিকেও খেতাবের আশা দেখছেন প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় দিলীপ তিরকে। এশিয়ান গেমসে ভারতীয় দল ব্রোঞ্জ পেলেও, মহিলা দল পেয়েছে রুপো। সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দলও। এবার সেই নিয়েই এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকারে মুখোমুখি হয়েছিলেন দিলীপ তিরকে। প্রথম পর্বে ভারতীয় পুরুষ দলের হকি নিয়ে আশা দেখালেও, দ্বিতীয় পর্বে দিলীপ তিরকে মজেছেন মহিলা হকি দল নিয়ে। রানী রামপাল থেকে শুরু করে বাকি হকি মহিলা হকি তারকাদের নিয়ে খোলা মেলা আলোচনায় প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক।