শ্রীলঙ্কা ম্যাচ হারের পর রোহিত শর্মার সাংবাদিক বৈঠক

 টানা ২ ম্যাচ হার, অর্শদীপ সিংয়ের ক্যাচ মিস, বিশ্বকাপে দলের লক্ষ্য, সবকিছু নিয়ে অকপট রোহিত 

/ Updated: Sep 07 2022, 04:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শ্রীলঙ্কা ম্যাচ হারের পর রোহিত শর্মা সাংবাদিক দের বললেন '১০ থেকে ১৫ রান কম করেছিলাম আমরা' | 'তবে ১৭০-১৭৫ রান খুব কম নয় লড়াই করা যায়' | 'আমাদের স্পিনাররা ম্যাচ জেতার মত সুযোগ তৈরি করে দিয়েছিল' | 'কিন্তু আমরা শেষ পর্যন্ত  ম্যাচ ফিনিশ করতে পারিনি, এমনটা হয়' | 'দুটো ম্যাচ হারলেও চিন্তার কনও বিষয় নেই' | 'ভুবি এত বছর ধরে ডেথ ওভারে ম্যাচ জিতিয়েছে, দুটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা ঠিক হবে না' | 'দলে খামতি কোথাও নেই. আমরা এত ম্যাচ জিতেছি | 'বিশ্বকাপ ও এশিয়া কাপর মত চ্যালেঞ্জ বেশি থাকে' | 'প্রতিদিন এক একটি দস আলাদা আলাদা প্ল্যান নিয়ে আসে,  আমরা এই বিষয়ে ড্রেসিং রুমে কথা বলেছি '| 'তারা যেভাবে শুরু করেছিল ইনিংস সেটা টার্নিং পয়েন্ট ,৯০ বা তার বেশি স্কোরে নো লস সেখানেই অনেকটা এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা , মাদুশঙ্কা ৩ উইকেট নিয়েছে  খুব ভালো বল করেছে' | 'আমরা যখন বিশ্বকাপে যাব আলাদাভাব পরিকল্পনা করব ,আমাদের হাতে যাতে ষষ্ঠ বোলার থাকে সেই বিষয়টি দেখতে হবে' | 'যখন ম্যাচ হারবে তখন প্রশ্ন উঠবে তখন প্রশ্ন উঠবে,  ড্রেসিং রুমে কোনও সমস্যা নেই  সবাই কুল রয়েছে' | 'আমাদের লক্ষ্য হার-জিত দিয়ে ছেলেদের বিচার করা না' | 'লক্ষ্য বিশ্বকাপ ভালো পারফর্ম করা ও ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখা' | 'আমরা সোশ্যাল  মিডিয়াকে খুব একটা গুরুত্ব দিইনা,  তবে অর্শদীপ ক্যাচটা মিস করে হতাশ ছিল তবে ওর আত্মবিশ্বাস চমৎকার, শেষ ওভারে ভালো বোলিং করেন,  অর্শদীপ সিংও ভালো কিছু করার বিষয়ে আত্মবিশ্বাসী' | 

Read more Articles on