সোনারপুরে উদ্বোধন হল স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি, উদ্বোধন করলেন পুল্লেলা গোপীচাঁদ

সোনারপুরের (Sonarpur) হরিনাভীতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির (Star Badminton Academy) উদ্বোধন হোল, উপস্থিত ছিলেন পদ্মভুষণপ্রাপ্ত পুল্লেলা গোপীচাঁদ (Pulella Gopichand) ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Arup Biswas)।
 

/ Updated: Jul 02 2022, 09:09 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুলেল্লা গোপীচাঁদ, সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের দেখে ব্য়াডমিন্টনের প্রতি আগামি প্রজন্মের উৎসাহ অনেক বেড়েছে। সোনারপুরের হরিনাভীতে স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি ছোটদের উৎসাহ ও স্বপ্নগুলিতকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। শনিবার ২ জুলাই এই ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন করলেন পদ্মভুষণপ্রাপ্ত পুল্লেলা গোপীচাঁদ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। প্রদীপ প্রজ্জ্বোলন করে ব্যাডমিন্টন অ্য়াকাডেমির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আরও একাধিক নামী ব্যক্তিত্ব। এছাড়াও ছিল অসংখ্য ক্ষুদে ব্য়াডমিন্ট তারকা ও তাদের অভিভাবকরা। উদ্বধনের পর তাদের সঙ্গেও কিছুটা সময় কাটান পুলেল্লা গোপীচাঁদ। এই ব্য়াডমিন্টন অ্যাকাডেমিতে তিনি প্রশিক্ষণও দেবেন। উদ্বোধনে এসে কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের ভালো পারফরম্য়ান্সের বিষয়ে আশাবাদী গোপীচাঁদ।

এই ব্যাডমিন্টন অ্যাকাডেমির পরিকাঠামো দেখে খুশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। যত পরিকাঠামো উন্নত হবে, উন্নতমানের কোচিং পাবে ক্ষুদেরা তত ভালো প্লেয়ার উঠে আসবে বাংলা থেকে। আগামি দিনে ক্রীড়া ক্ষেত্রে বাংলা দেশকে নেতৃত্ব দেবে বলেও জানান মাননীয় ক্রীড়ামন্ত্রী।