Asianet News BanglaAsianet News Bangla

দারিদ্রকে জয় করে উত্তরবঙ্গের 'মাস্টার অফ মাস্টার্স' শুভার্থী, স্বপ্ন দেখেন দেশের হয়ে খেলার

Jan 20, 2020, 4:38 PM IST


বাড়ির অবস্থা ভাঙাচোরা। নেই ঠিকঠাক শৌচালায়ও। এমন পরিবেশ থেকে উঠে এসেই  ভারত্তোলনে উত্তরবঙ্গের মধ্যে মাস্টার অফ মাস্টার্স'  সম্মান পেলেন জলপাইগুড়ির আনন্দপাড়ার বাসিন্দা শুভার্থী মাহাতো। মূলত অ্য়াথলেটিক্স নিয়ে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন শুভার্থী। তার মধ্যে জলপাইগুড়ির হেলথা ক্লাবে পাওয়ার লিফটিং-এর চর্চা শুরু। কোচ বাসুদেব দাসের পরামর্শে ভারত্তোলনে সফল শুভার্থী। ভবিষ্যতে ভারতের হয়ে খেলে মেডেল আনতে চান তিনি। দারিদ্রকে জয় করেই কঠিন লড়াই করেছেন এই সাহসী কন্যা। আগামী দিনে জলপাইগুড়ির এই কন্যা দেশের মুখ উজ্জ্বল করবে বলেই আশাবাদী জেলার মানুষ।