Asianet News BanglaAsianet News Bangla

এথেন্স থেকে যাত্রা শুরু হয় অলিম্পিক্স -এর মশালের, জেনে নিন মশাল ব়্যালির পিছনে লুকিয়ে থাকা ইতিহাস

অলিম্পিক্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের মানুষ। অলিম্পিক্সের শুরুতেই দেখা যায় মশাল ব়্যালি। এথেন্স থেকে যাত্রা শুরু করে এই মশাল। আয়োজক দেশের মূল স্টেডিয়ামে পৌঁছয় মশাল। ১৯৩৬ সাল থেকে শুরু হয় এই মশাল দৌড়। দেশের নানান প্রান্ত ঘুরে মশাল পৌঁছয় মূল স্টেডিয়ামে। এবছর করোনা আবহে দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে অলিম্পিক্স। ইতিমধ্যেই অলিম্পিক্সের মশাল পৌঁছিয়ে গিয়েছে টোকিওয়।

 

Community-verified icon

Jul 23, 2021, 12:20 PM IST

অলিম্পিক্সের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের মানুষ। অলিম্পিক্সের শুরুতেই দেখা যায় মশাল ব়্যালি। এথেন্স থেকে যাত্রা শুরু করে এই মশাল। আয়োজক দেশের মূল স্টেডিয়ামে পৌঁছয় মশাল। ১৯৩৬ সাল থেকে শুরু হয় এই মশাল দৌড়। দেশের নানান প্রান্ত ঘুরে মশাল পৌঁছয় মূল স্টেডিয়ামে। এবছর করোনা আবহে দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে অলিম্পিক্স। ইতিমধ্যেই অলিম্পিক্সের মশাল পৌঁছিয়ে গিয়েছে টোকিওয়।