Asianet News BanglaAsianet News Bangla

বিস্কুটে কামড় দিতে না দিতেই নেচে উঠল ধোনি কন্যা ছোট্ট জিভা, সঙ্গে চলল বাবার সঙ্গে খুনসুটিও

  • ধোনি কন্যা ছোট্ট জিভার ফ্যান ফলোয়ার্স নেহাত কম নয়
  • এবার সেই জিভাকেই দেখা যাবে বিজ্ঞাপনে
  • শুধু জিভা নয় সঙ্গে থাকছেন বাবা ধোনিও
  • বাবা ও মেয়ের কেমিস্ট্রি এবার ফুটে উঠবে বিজ্ঞাপনের পর্দায়
     
Jan 11, 2021, 11:12 AM IST

ছোট্ট জিভার বয়স যাই হোক না কেন, তার স্টাইল সেন্সের কাছে হার মানতে হবে বড়দেরও। ইতিমধ্যেই স্টাইলিশ কিড হিসাবে উঠে এসেছে তাঁর নাম। এবার তাকেই দেখা যাবে বিজ্ঞাপনে। সঙ্গে থাকছে বাবা ধোনিও। এর আগে বহুবার ক্যামেরা বন্দি হয়েছে ধোনি-জিভার মিষ্টি খুনসুটির ছবি। বাবা ও মেয়ের আত্মিক সম্পর্ক ফুটে উঠেছে সেই ছবিতেই। এবার সেই বাবা ও মেয়েকেই একসঙ্গে দেখাযাবে বিজ্ঞাপনের পর্দায়। ইতিমধ্যেই তাঁদের শুটিংয়ের ছবি ভাইরাল নেট দুনিয়ায়।   

Video Top Stories