করোনা ভয় কাটিয়ে বেরিয়ে পড়ুন, তালিকায় রাখুন এই ৫ টির মধ্যে একটি জায়গা
- পৃথিবীর বুকে শনির চেয়েও কটুদৃষ্টি পড়েছে করোনার
- গত এক-দেড় বছর সকলেই প্রায় ঘরবন্দি
- ইচ্ছে থাকলেও বেড়ানোর শখ-আহ্লাদ দমিয়ে রাখতে হয়েছে
- সেই ভয় কাটিয়েই এবার বেরিয়ে পড়ুন
পৃথিবীর বুকে শনির চেয়েও কটুদৃষ্টি পড়েছে করোনার। গত এক-দেড় বছর সকলেই প্রায় ঘরবন্দি। ইচ্ছে থাকলেও বেড়ানোর শখ-আহ্লাদ দমিয়ে রাখতে হয়েছে। তবে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছে বিশ্ব। আরও একবার মাস্ক ছাড়া বাঁচার স্বপ্ন দেখছে সভ্যতা। সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও একটু , তবে একান্তই যদি মন ছটপট করে, বেরিয়ে পড়তে পারেন। পকেটে কিঞ্চিৎ পয়সা থাকলে ঘুরে আসতে পারেন সেসব জায়গা থেকে, যেখানকার দরজা ইতিমধ্যেই পর্যটকদের জন্য খুলে গিয়েছে। করোনা পরিস্থিতিতে ঘরবন্দি জীবন কাটছে এখন সকলের। ঘুরতে যেতে চেয়েও ঘুরতে যেতে পারছেন না অনেকেই। করোনা বাধা কাটিয়েই করতে পারেন বিদেশ ভ্রমণ। অর্থ যদি বাধা না হয়ে দাঁড়ায় তবে ঘুরে আসুন। করোনা হয়ে যদি তা সেরে গিয়ে থাকে তবে যেতে পারেন আইসল্যান্ডে। করোনা পরীক্ষার প্রমাণটা শুধু রাখতে হবে সঙ্গে। টিকাকরণের শংসাপত্র বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলেই চলবে। কোস্টা রিকা থেকে ঘুরে আসতেই পারেন। মরিসাস অনেকেরই পছন্দের একটি জায়গা। ১৫ জুলাইয়ের পর পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে মরিসাস। উজবেকিস্তানেও যেতে হলে রাখতে হবে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট। তাহলে এবার ঘুরে আসুন সেখান থেকে। ঘুরতে যেতে পারেন সার্বিয়াতেও। তবে যাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে করাতে হবে আরটিপিসিআর পরীক্ষা।