নতুন লুকে গুজরাটের সোমনাথ মন্দির, ভিডিও কনফারেন্সে একাধিক প্রকল্পের উদ্বোধনে মোদী

তীর্থযাত্রী আর পর্যটকদের আকর্ষণ করতে সোমনাথ মন্দির ও মন্দির প্রাঙ্গণকে ঢেলে সাজানো হয়েছে। খরচ করা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। তৈরি করা হয়েছে পর্যটন সুবিধা কেন্দ্র।

/ Updated: Aug 20 2021, 01:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ অগাস্ট গুজরাটের সোমনাথের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্পগুলি উদ্বোধন করলেন সেগুলির মধ্যে রয়েছে- সোমনাথের চার ধারে পায়ে হাঁটা পথ, সোমনাথ প্রদর্শনী কেন্দ্র আর পুরনো সোমনাথ মন্দিরের নতুনভাবে তৈরি করা প্রান্ত। অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্বতী মন্দিরেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীর্থযাত্রী আর পর্যটকদের আকর্ষণ করতে সোমনাথ মন্দির ও মন্দির প্রাঙ্গণকে ঢেলে সাজানো হয়েছে। খরচ করা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। তৈরি করা হয়েছে পর্যটন সুবিধা কেন্দ্র। সোমথান প্রদর্শনীকেন্দ্রটিও আকর্ষণীয় করা হয়েছে। সোমনাথ মন্দিরের ভাঙা আংশ আর পুরনো সোমনাথের নগর শৈল, মন্দিরের স্থাপত্য ভাস্কর্য সেখানে রাখা হয়েছে। যা প্রাচীন ভারতের কথা মনে করিয়ে দেয়। পুরনো সোমনাথ মন্দিরটি শ্রী সোমনাথ ট্রাস্ট প্রায় ৩.৫ কোটি টাকা খরচ করে নির্মাণ করেছে। এই মন্দিরটিকে অহল্যাবাঈ মন্দিরও বলা হয়। কারণ ইন্দোরের অহল্যাবাঈ এই মন্দিরের স্থাপন করেছিলন। যখন মন্দিরটি নষ্ট হয়ে যাচ্ছিল তখন রানি অহল্যাবাঈ নতুন করে মন্দির নির্মাণ করেছিলন। বর্তমানে পুরনো মন্দির কমপ্লেক্সটি তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য আলাদা করে রাখা হয়েছে। বেশ কিছু অংশ নতুনভাবে তৈরি করা হয়েছে।