কাটমানি! কোথায় সেটা, প্রশ্ন তুলে অবাক ব্যাখ্যা অনুব্রতর

  •  মমতা বন্দ্যোপাধ্যা কাটমানি নিয়ে সরব হয়েছেন 
  • দলীয় নেতৃত্বককে সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন কাটমানি ফেরত দিতে 
  • মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ ও মন্তব্যের পর থেকে রাজনৈতি আক্রমণ শানাচ্ছে বিজেপি
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদক্ষেপেও তারা প্রশ্ন তুলেছে 
/ Updated: Jun 29 2019, 04:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কাটমানি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। রোজই কোথাও না কোথাও কাটমানি বিক্ষোভ বা ঘেরাও চলছেে। বহুস্থানে উন্মত্তা জনতার হাতে মার খেতে হয়েছে তৃণমূল নেতা-নেত্রীদের। কোথাও আবার উন্মত্ত জনতার বিক্ষোভের সামনে পড়েছেন নেতারা। এমনকী কাটমানির আতঙ্কে এক তৃণমূল নেতা নিখোঁজ থাকার পর আত্মঘাতী হয়েছেন। বর্ধমানের ওই তৃণমূল নেতার দেহ গ্রামের রাস্তায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, কাটমানি নিয়ে এক অন্য ব্যাখ্যা খাড়া করেছেন অনুব্রত। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য-এর যৌথ উদ্যোগে  ইন্দিরা আবাস যোজনায় অর্থ দেওয়া হয়। কিন্তু, এই অর্থ পেতে গেলে কিছুটা অর্থ উপভোক্তাকেও জমা করতে হয়। অনুব্রত-র মতে এই অর্থ তাঁর দলের লোকেরাই জোগাড় করে আনেন।