ক্ষোভে ফুঁসছে নেতাই গ্রাম, ভরসা এখন পদ্মফুলেই

  • ক্ষোভে ফুঁসছে কংসাবতি নদীর পাড়ে নেতাই গ্রাম
  • ২০১১ সালের গণহত্যার পর আশাহত নেতাই গ্রাম
  • নেতাই-এর চারিদিকে শুধুই বঞ্চনার কাহিনি
  • তাই নেতাই জুড়ে এখন শুধু বিজেপি পতাকার আধিক্য
     

/ Updated: Mar 06 2021, 06:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্ষোভে ফুঁসছে কংসাবতি নদীর পাড়ে নেতাই গ্রাম। ২০১১ সালের গণহত্যার পর আশাহত নেতাই গ্রাম। নেতাই-এর চারিদিকে শুধুই বঞ্চনার কাহিনি। তৃণমূল নেতাদের স্বজন পোষণে বীতশ্রদ্ধ নেতাই। ২০১১ সালে সিপিএম-এর সশস্ত্র বাহিনীর আক্রমণ। নেতাই-এ শহিদ হন ৭ নিরিহ গ্রামবাসী। আহত হয়েছিলেন অসংখ্য মানুষ। নেতাই গণহত্যায় দোষীর বাড়িতে নতুন রঙের প্রলেপ। কিন্তু নেতাই-এর ক্ষতে প্রলেপ দিতে পারেনি তৃণমূল। নেতাই জুড়ে এখন শুধু বিজেপি পতাকার আধিক্য।