তৃণমূলের জয়ের পরেই বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তারই বাড়িতে গেলেন জেপি নাড্ডা

  • বেলেঘাটায় বিজেপির কার্যকর্তাকে নির্মমভাবে খুন
  • তৃণমূলের জয়ের পরেই ঘটে এমন ঘটনা
  • বাড়ি, অফিস সব ভেঙে দেওয়া হচ্ছে বলেও তিনি নিজেই জানিয়েছিলেন
  • তারই পরিবারের পাশে এবার জেপি নাড্ডা  

Share this Video

বিজেপি কার্যকর্তাকে নির্মমভাবে খুন,কাঠগড়ায় তৃণমূল। গোটা নির্বাচন জুড়েই হিংসা চলেছে। একের পর এক বিজেপি কর্মী খুন হয়েছেন। এবার বেলেঘাটা ওয়ার্ড নাম্বার ৩০ এর বিজেপির একনিষ্ঠ কর্মী অভিজিৎ সরকারকে ভোট পরবর্তী পরিস্থিতিতে পিটিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। মৃত্যুর আগেই অভিজিৎ সরকার তীব্র আর্তনাদের স্বরে ভেজা চোখে জানিয়েছিলেন,আমার বাড়ি, অফিস, এনজিও সব ভেঙে দিচ্ছে। এমনকি ৫ টা বাচ্চা সহ কুকুরকেও ছাড়া হয়নি। পিটিয়ে মেরে দিল, ওরা কি মানুষ। সেই চরম অত্যাচারের কথা ফেসবুক থেকে জানিয়েছিলেন অভিজিৎ। এরপরেই স্বপন সমাদ্দার-পরেশ পালের নের্তৃত্বে নারকেল ডাঙা পুলিশের সামনে তার বাড়ি, অফিস, এনজিও ভাঙা হয় বলে অভিযোগ তুলেছিলেন অভিজিৎ। তিনি আরও বলেন,' যে জিতুত, রাজনৈতিক দিকথেকে আমার কোনও আপত্তি নেই। মুড়ি-মুড়কির মতো বোমা ফেলেছে, বলে ধ্বংসলীলা চালানোর অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে।' এদিকে তারপর রাতারাতি খুন হয়ে গিয়েছেন অভিজিৎ। তারই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেপি নাড্ডা। মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি।

Related Video