Asianet News BanglaAsianet News Bangla

উত্তর দিনাজপুরে সভাপতি বদল, বিশ্বজিত লাহিড়ীর পরিবর্তে সভাপতি হলেন বাসুদেব সরকার

  • উত্তর দিনাজপুরের বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী 
  • তাঁকেই এবার সরানো হল পদ থেকে
  • তাঁর বদলে সভাপতি হচ্ছেন বাসুদেব সরকার
  • কেন তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হল জানা যায়নি
  • এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে
     
Apr 13, 2021, 9:01 PM IST

উত্তর দিনাজপুরের বিজেপির সভাপতি ছিলেন বিশ্বজিত লাহিড়ী। তাঁকেই এবার সরানো হল তাঁর পদ থেকে। তাঁর বদলে সেখানে সভাপতি হয়েছেন বাসুদেব সরকার। কেন বিশ্বজিত লাহিড়ীকে পদ থেকে সরিয়ে দেওয়া হল জানা যায়নি। এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিশ্বজিত বাবু অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে সভাপতি হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবেন বলে খুশি বাসুদেব সরকার।