চোপড়ায় গুলিবিদ্ধ বিজেপি পোলিং এজেন্টের বৌদি-বোন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • চোপাড়ায় চলল গুলি
  • আক্রান্ত পোলিং এজেন্টের বৌদি-বোন
  • ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বিজেপি পার্টি অফিসও ভাঙচুরের অভিযোগ
  • এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় 

/ Updated: Apr 23 2021, 12:14 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চোপড়ায় বিজেপি পোলিং এজেন্টের বৌদি ও বোনকে গুলির অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে চোপড়া গ্রামপঞ্চায়েতের মিছরিগছ গ্রামের ন্যাঙটাগছ ১৬৬ নম্বর বুথে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিজেপি এজেন্ট তাজিমুদ্দিন রহমানের বাড়িতে গিয়ে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। গুলিতে আহত হয় ওই বিজেপি এজেন্টে তাজিমুদ্দিন রহমানের বৌদি রাবেকা খাতুন এবং বোন নুরেসা খাতুন। আহত দুই মহিলাকে চিকিৎসার জন্য দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এমনকি বিজেপি পার্টি অফিসেও ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অবিলম্বে দুস্কৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন চোপড়ার বিজেপি নেতা শাহিন আখতার।