টিকিট না পেয়ে ভালোই হয়েছে, প্রার্থী নয় দলীয় কর্মী হিসাবেই মানুষের সেবা করতে চান এখন কমল

  • প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণীত হয়েছিলেন কমল রাজবংশী
  • রায়গঞ্জে জেলা বিজেপি পার্টি অফিসের কেয়ারটেকার তিনি
  • প্রার্থী হওয়ার জন্য অনলাইন আবদনও করেন তিনি
  • ভগ্যের তালা তবে খোলেনি তাঁর, আর তাতেই  খুশি এখন সে
  • দলীয় কর্মীদের আচরণ দেখে হতবাক কমল জানালেন সেই কথাই

/ Updated: Mar 22 2021, 06:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশের প্রধানমন্ত্রী সংসার চালাতে ছোট্টবেলায় চা বিক্রি করতেন রেল স্টেশনে। এতটা প্রান্তিক স্তর থেকে যদি প্রধানমন্ত্রীর তখতে পৌঁছতে পারেন নরেন্দ্র মোদী। তাহলে তিনি কেন পারবেন না! এমনই প্রশ্ন নিজেকে ছুঁড়ে দিয়েছিলেন কমল রাজবংশী। রায়গঞ্জে জেলা বিজেপি পার্টি অফিসের কেয়ারটেকার কাম বিজেপি কর্মী। দলেরই এক নেতার কথায় নাকি শীর্ষ নেতৃত্বের কাছে নিজের প্রার্থীপদের জন্য সওয়াল করেছিলেন। অনলাইনের মাধ্যমে পাঠিয়েছিলেন আবেদনপত্র। ১২ বছর ধরে বিজেপি করছেন কমল। এর সঙ্গে সঙ্গে জেলা পার্টি অফিসের ইনচার্জ হয়েছেন। ফাইফরমাশ খাটা সবই করেন। জেলায় বিজেপি-র রাজনৈতিক কর্মপ্রণালীতে তিনি কতটা সামনের সারির কর্মী তা জানা যায়নি। তবে, পিছনে থেকেও নিজকে জনপ্রতিনিধি হিসাবে দেখার ইচ্ছেটা বুনে গিয়েছেন। মানুষের সেবা করতে পারবেন ভেবে মনে মনে প্রীত হয়েছেন কমল। কিন্তু, নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই যা অবস্থা তাতে এখন কিছুটা সাবধানী কমল। তাঁর মতে, এই মুহূর্তে জনপ্রতিনিধি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যে কাজ করছেন দলের জন্য সেই কাজটাই চালিয়ে যেতে চান। প্রার্থী নিয়ে সবচেয়ে বেশি হিংসার খবর রয়েছে উত্তর দিনাজপুর থেকে। অধিকাংশস্থানে প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মী ও সমর্থকরা। রায়গঞ্জ জেলা পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে। রায়গঞ্জ আসনে এবার প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা ছিল বিজেপি-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির। কিন্তু তিনিও প্রার্থী পদ পাননি। শুক্রবার বিশ্বজিৎ-এর সঙ্গে করণদিঘির এক নেতার টেলিফোনিক কথোপকথনের রেকর্ড ভাইরাল হয়ে যায়। ফোনের অপরপ্রান্তে থাকা তপেসচন্দ্র সিনহা নামে এক বিজেপি নেতা বিশ্বজিৎ-কে আত্মহত্যার হুমকি দেন। কমল রাজবংশীর দাবি, এহেন বিশ্বজিৎ লাহিড়ির হাতে প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা করেছিলেন। ভাগ্যের তালা-টে যে খোলেনি তা জানার পর ভেঙে পড়েছিলেন কমল। কিন্তু, যেভাবে দলীয় কর্মীরা নিজেরে উদ্দেশেই গালিগালাজ করছেন এবং দলীয়কর্মীদের বাড়িতেও হামলা চালাচ্ছে তাতে কমল মানছেন প্রার্থী নয় দলীয় কর্মী হিসাবেই বিজেপি এবং মানুষের সেবায় নিয়োজিত হতে চান তিনি।