কাঁধে ঢাক, প্রচারে গিয়ে ঢাক বাজালেন খোদ তৃণমূল প্রার্থী

  • দুর্গা পুজো, কালী পুজোর মত ভোটও যেন এক উৎসব
  • সেই উৎসবের প্রচারেই বাজল ঢাক
  • ঢাক বাজিয়ে ভোটের প্রচারে খোদ প্রার্থী
  • এমন ছবি দেখা গেল করনদিঘীতে
     

Share this Video

দুর্গা পুজো, কালী পুজোর মত ভোটও যেন এক উৎসব। সেই উৎসবের প্রচারেই বাজল ঢাক। ঢাক বাজিয়ে ভোটের প্রচার করলেন খোদ প্রার্থী। এমন ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে। সেখানকার তৃণমূল প্রার্থী গৌতম পাল। কাঁধে ঢাক নিয়ে তা বাজিয়ে প্রচার করলেন তিনি। করণদিঘী বিধানসভার টুঙিদিঘী এলাকায় বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে ঢাক বাজিয়ে আরাধনাও করেন তিনি। প্রচারের মাঝে তিনি জানান, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই ভোট।

Related Video