Asianet News BanglaAsianet News Bangla

কালীঘাট মন্দিরে শাহ পরিবার, পুজো দিলেন অমিত শাহ -র স্ত্রী ও পুত্রবধূ

  • কালীঘাট মন্দীরে অমিত শাহ -র পরিবার
  • সেখানে গিয়ে মা কালীর পুজো দিলেন তাঁরা
  • অমিত শাহ স্ত্রী ও পুত্রবধূ দিলেন পুজো
  • তাদের সঙ্গে অবশ্য ছিলেন না অমিত শাহ
Mar 30, 2021, 5:37 PM IST

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে জোর কদমে রাজ্যে চলছে প্রস্তুতি। অমিত শাহ এখন আপাতত নির্বাচন নিয়েই ব্যস্ত। অন্যদিকে মঙ্গলবার তাঁর স্ত্রী ও পুত্রবধূকে দেখা গেল কালীঘাটের মন্দিরা পুজো দিতে। সেখানে গিয়ে পুজো দিয়ে পরে তাঁরা দক্ষিণেশ্বরেও যান বলেও জানা গিয়েছে। তাঁর কাছে পুজো দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি অবশ্য কিছুই জানাননি। 

Video Top Stories