বেলগাছিয়াতে অর্জুন সিং-এর সভার চলল গুলি, ঘটনার ভাইরাল ভিডিও-তে তোলপাড় নেটদুনিয়া
শেষ পর্যায়ে বাংলার বিধানসভা নির্বাচন। আর এমনই সময়ে ফের গুলি চালনার ঘটনা। এবার খোদ কলকাতার বুকে চলল গুলি। তাও আবার বিজেপি সাংসদ অর্জুন সিং-এর সভায় এই গুলি চালনার ঘটনা। জানা গিয়েছে অর্জুন সিং-এর নিরাপত্তারক্ষী ধুন্ধুমার পরিস্থিতি থেকে সাংসদকে বাঁচাতে শূন্যে গুলি চালিয়েছিলেন।
অর্জুন সিং-এর সভায় চলল গুলি। আর তাই নিয়ে তোলা ভিডিও এখন নেটদুনিয়া তোলপাড় করছে। যদিও, এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হনিন। এমনি কয়েক জনের ছোটখাটো চোট-আঘাত রয়েছে। তবে সেচা গুলির আঘাতে নয়, ঘটনার সময় হুড়োহুড়ি এবং দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের জেরে। জানা গিয়েছে, কলকাতার বেলগাছিয়ায় শুক্রবার বিকেলে সভা করছিলেন অর্জুন সিং। সে সময় সেখানে কিছু মানুষ তাঁকে ঘিরে ধরে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে। এই নিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে স্লোগান দিতে থাকা মানুষদের বচসা ও হাতাহাতি হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পুলিশের প্রায় হাতের বাইরে চলে যায়। অর্জুন সিং-কে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে বহিরাগতরা। বিজেপি কর্মী ও সমর্থকরাও পাল্টা প্রতিরোধ করে। পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে। এমন সময়ই শূন্যে গুলি চালাতে থাকে অর্জুন সিং-এর দেহরক্ষীরা। মোট ছয় রাউন্ড গুলি চালায় তারা। পরে জানানো হয়, অর্জুন সিং-কে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে গাড়ি তুলতেই গুলি চালানো হয়েছিল। ইতিমধ্যে গুলির আওয়াজে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। পুলিশ কড়া হাতেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনে। বিজেপি-র অভিযোগ আক্রমণকারী সকলে তৃণমূলের সংখ্যালঘু সেলের লোক। যদিও, তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।