অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ
- বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেতাদের মারধরের অভিযোগ
- পাল্টা অভিযোগ বিজেপি কর্মীদের
- কালিয়াগঞ্জ বিধানসভার ৪৩ ও ৪৪ নম্বর বুথের ঘটনা
- ছাপ্পা ভোটের অভিযোগ জানিয়েছে বিজেপি
তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী ও সাধারণ ভোটারদের মারধোরের অভিযোগ। পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জ বিধানসভার ৪৩ ও ৪৪ নম্বর বুথে। বিজেপির অভিযোগ, নির্বাচনের দিন সকাল থেকেই স্থানীয় টিএমসিপি নেতা রাজা ঘোষের নেতৃত্বে বাইক বাহিনী কালিয়াগঞ্জ শহরের চিড়াইলপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। ওই নেতা রাজা ঘোষ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিশেষত ১৭নং ওয়ার্ডের বিজেপি কর্মীদের হুমকি দেয় বলেও অভিযোগ। এলাকায় উত্তেজনা তৈরি হতেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী সহ ক্যুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়।