Asianet News BanglaAsianet News Bangla

ভোটের নামেই যত হুঙ্কার বিজেপি ও তৃণমূলের, কিন্তু কেউ কাউকে ছোঁয় না- চাঁচাছোলা আক্রমণ সেলিমের

চণ্ডীতলা বিধানসভা এলাকায় ভোট প্রচার সারলেন মহম্মদ সেলিম। শনিবার এই ভোট প্রচারে তিনি বিজেপি ও তৃণমূলের কড়া সমালোচনা করেন এবং সেই সঙ্গে একাদিক ইস্যুতে কটাক্ষও করেন। 

Mar 13, 2021, 9:36 PM IST

ভোটের নামেই যত নাটক বিজেপি ও তৃণমূলের। কিন্তু কাজের কাজ কিছুই করে না এই দল। এমনভাবেই আক্রমণ শানালেন মহম্মদ সেলিম। শনিবার তিনি চণ্ডীতলা বিধানসভা এলাকায় ভোট প্রচার সারেন। সেই ভোটপ্রচারেই তিনি তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন। সেই সঙ্গে বিজেপি-কেও কটাক্ষ করতে ছাড়েন নি। সেলিম অভিযোগ করেন, কিছু হলেই বিজেপি ইডি, সিবিআই-এর নাম করে ভয় দেখায়। চিটফান্ড নিয়ে সমানে ভয় দেখিয়ে চলছে। কিন্তু, কেউ আর গ্রেফতার হচ্ছে না। অন্যদিকে, তৃণমূলও নানা ইস্যুতে বিজেপি নেতা-কর্মীদের ভয় দেখাচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। পরস্পর পরস্পরকে সমানে ভয় দেখিয়ে চলছে। তৃণমূল আবার এককাঠি উপরে উঠে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলেও ঢোকাচ্ছে বলে এদিন মন্তব্য করেন সেলিম। শনিবার মহম্মদ সেলিম জনাই-হাটপুকুর-মোল্লাপাড়ায় প্রচার সারেন। পিএইচ রোড ধরে কুমিরমোড়াতেও প্রচার করেন তিনি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা আসন থেকেই প্রার্থী হয়েছেন সেলিম। 
 

Video Top Stories