বাংলায় চাই ডবল ইঞ্জিন সরকার বনাম বাংলা নিজের মেয়েকেই চায়, নির্বাচনের আগে রাজনৈতিক তরজা এখন চরমে

  • শনিবার এক দিকে খড়্গপুরে সভা ছিল নরেন্দ্র মোদীর
  • অন্যদিকে ওই দিনেই সভা ছিল অভিষেকেরও
  • মোদীর নিশিনায় বারবার উঠে এয়েছে দিদির নাম
  • প্লাটা জবাব দিতে ছাড়েননি অভিষেকও

Share this Video

শনিবার এক দিকে খড়্গপুরে সভা ছিল নরেন্দ্র মোদীর। অন্যদিকে ওই দিনেই সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সভায় মোদীর নিশিনায় বারবার উঠে এয়েছে দিদির নাম। আর তাই নিয়েই পাল্টা জবাব দিতে ছাড়েননি অভিষেকও। উন্নয়নের খেলা হওয়ার কথা বলেছেন অভিষেক। মোদীর কথায় অবশ্য ডবল ইঞ্জিন সরকারই, তবেই ফিরবে দেশের হাল। সব মিলিয়ে নির্বাচনের আগে এখন রাজনৈতিক তরজা চরমে।

Related Video