সিঙ্গুরের সঙ্গে ধোকা হয়েছে, অভিযোগ করে মমতাকে অভিযুক্ত করলেন মোদী

  • শিল্পনীতি নিয়ে মমতাকে বিঁধলেন মোদী
  • ভয়ের চোটে রাজ্যে বিনিয়োগ আসছে না- মোদী
  • বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন -মোদী
  • সিঙ্গুরের সঙ্গে ধোকা হয়েছে- মোদী
  • ধোকা দিয়েছেন মমতা- মোদী

Share this Video

তারকেশ্বরের বুক থেকেই এক্কেবারে বর্তমান রাজ্য সরকারের মৃত্যু ঘণ্টা কি কার্যত বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। কারণ, যেভাবে প্রধানমন্ত্রী মোদী রাজ্যের সরকারি আমলাদের নির্দেশ দিয়েছেন কৃষি অনুদানের তালিকা বানাতে তাতে রাজনৈতিক মহল মনে করছেন এতে বিতর্ক তৈরি হওয়ার যাবতীয় মশালাই রয়েছে। শনিবার তারকেশ্বরে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়েই তিনি সাফ ঘোষণা করেন যে বাংলায় বিজেপি-রই সরকার আসছে। ২ তারিখের পর যত দ্রুত সম্ভব সরকার তৈরি করা হবে। আর সেই সরকার গঠনের সঙ্গে সঙ্গেই শিল্পনীতি নিয়ে মমতাকে বিঁধলেন মোদী। ভয়ের চোটে রাজ্যে বিনিয়োগ আসছে না- মোদী। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন -মোদী। সিঙ্গুরের সঙ্গে ধোকা হয়েছে- মোদী। ধোকা দিয়েছেন মমতা- মোদী।

Related Video