মুখে নেই হাসি, কষ্টে দিন কাটছে জঙ্গলমহলের মানুষদের

  • এখনও মেলেনি সবরকম সরকারি সুবিধা
  • দিদির সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ 
  • ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গলমহলের মানুষরা
  • মুখে নেই হাসি, কষ্টে দিন কাটছে জঙ্গলমহলের মানুষদের

Share this Video

বিধানসভা নির্বাচনের আগে আর মাত্র কটা দিনের অপেক্ষা। তার আগেই জঙ্গলমহলের মানুষের গলায় ক্ষোভের সুর। এনেক প্রতিশ্রুতিও পরেও এখনও মেলেনি সবরকম সরকারি সুবিধা। দিদির সরকার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জঙ্গলমহলের মানুষরা। হাইস্কুলে পড়তে হলে গ্রামের বাচ্চাদের প্রায় ৭ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় স্কুলে। অনেক বলেও হয়নি হাইস্কুল। মাঝপথেই তাই ছাড়তে হয় তাদের স্কুল। সেখানে প্রয়োজন আরও উন্নয়নের, এমনটাই জানালেন তারা। পঞ্চায়েতের কাছে বলেও কোনও কাজ হয়নি। তাই তাদের মুখে নেই হাসি, কষ্টেই দিন কাটছে এখন জঙ্গলমহলের মানুষদের।

Related Video