তৃতীয় দফা বিধানসভা নির্বাচনের আগে জেনে নিন ৩১ টি আসনের বিস্তারিত কিছু তথ্য, যা অনেকেরই অজানা

  • রাজ্যে শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফা নির্বাচন
  • তৃতীয় দফায় মোট ৩১ টি আসনে ভোট হবে
  • সেই দিকেই তাকিয়ে আছে এখন গোটা রাজ্য
  • জেনে নিন এই ৩১ টি আসন সংক্রান্ত কিছু বিস্তারিত তথ্য

Share this Video

রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ৬ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন রাজ্যে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। প্রথম ও দ্বিতীয় দফায় ৩১ টি আসনের পর তৃতীয় দফায় মোট ৩১ টি আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, জঙ্গীপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, অরামবাগ, খানাকুল, পরশুড়া, গোঘাট। 

Related Video