Asianet News BanglaAsianet News Bangla

ডোনাকে সঙ্গে নিয়ে ভোট সৌরভের

  • চতুর্থ দফায় ভোট ছিল বেহালায়
  • সেখানেই ভোট দিতে যেতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে
  • জনকল্যাণ স্কুলে ভোট দিতে গিয়েছিলেন তিনি
  • দুপুর দুটোর সময় ভোট দিতে যান তিনি
Apr 10, 2021, 5:25 PM IST

চতুর্থ দফায় মোট ৪৪ টি আসনে ভোট। তার মধ্যেই ছিল বেহালা পূর্ব এবং পশ্চিম। এই বেহালারই বাসিন্দা ক্রিকেট জগতের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পাড়াতেই ভোট দিতে যেতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জনকল্যাণ স্কুলে ভোট দিতে গিয়েছিলেন তিনি। দুপুর দুটোর সময় ভোট দিতে যান তিনি।

Video Top Stories