বেগম বলে মমতাকে কটাক্ষ, নন্দীগ্রাম বিজেপির জয় নিশ্চিত, জানালেন শুভেন্দু

  • ভোটের পরিস্থিতির মাঝেই নিশ্চিন্ত শুভেন্দু
  • দিদিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
  • ২ মে বেগম চলে যাবেন, বিজেপি আসবে
  • এমনটাই বলতে শোনা গেল শুভেন্দুকে
  • বিজেপির জয় নিয়ে আশাবাদী তিনি
     

Share this Video

জেলায় জেলায় চলছে দ্বিতীয় দফা নির্বাচন। সেই দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। ভোটের বাজারে রীতিমতন উত্তপ্ত নন্দীগ্রাম। সেখানে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই, যে দিকে তাকিয়ে রয়েছে এখন সকলে। ধুন্ধুমার কান্ড সেখানে। ভোটের এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই নিশ্চিন্তশুভেন্দু। নন্দীগ্রাম থেকে দিদিকে কটাক্ষ করতেও ছাড়লেন না শুভেন্দু অধিকারী। '২ মে বেগম চলে যাবেন, বিজেপি আসবে', এমনটাই বলতে শোনা গেল শুভেন্দুকে। বিজেপির জয় নিয়ে তিনি যে আশাবাদী তা তাঁর কথায় স্পষ্ট।

Related Video