Asianet News BanglaAsianet News Bangla

কোনও তারকা প্রার্থী মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন তনুশ্রী, দেখে নিন

  • নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী তনুশ্রী
  • বাংলায় আসছে পরিবর্তন, জানালেন তিনি
  • পরিবরেতনের আগে ঝড় ওঠে, এমন কথাও বলতে শোনা গেল তাঁকে
  • এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আর কি জানালেন তনুশ্রী, দেখে নিন 
Apr 12, 2021, 8:08 PM IST

শ্যামপুরে বিজেপির তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী তনুশ্রী। বাংলায় আসছে পরিবর্তন, জানালেন তিনি। যেকোনও পরিবর্তনের আগে ঝড় আসে, বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই বলতে শোনা গেল তাঁকে।  সব তারকা প্রার্থীরাই মাটির মানুষ, কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, বললেন তনুশ্রী।