'রমজান মাসে ইচ্ছে করে ইলেকশন কমিশন ভোট করেছেন', বুথ ঘুরে জানালেন ফিরহাদ

  • 'রমজান মাসে ইচ্ছে করে ইলেকশন কমিশন ভোট করেছেন'
  • বুথ ঘুরে এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে
  • কলকাতা পোর্ট  বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি
  • নির্বাচন পরিস্থিতি ঘুরে দেখতে গিয়েই এমনটা মন্তব্য করেন তিনি

/ Updated: Apr 26 2021, 12:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

"রমজান মাসে ইচ্ছে করে ইলেকশন কমিশন ভোট করেছেন যাতে ভোটের পার্সেন্টেজ কম হয়" বুথ ঘুরে এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। কলকাতা পোর্ট  বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী  ববি হাকিম প্রতিটি বুথে বুথে গিয়ে পরিদর্শন করেন ভোট প্রক্রিয়া। তিনি জানালেন, " ভোটার পার্সেন্টেজ কম। রমজান মাসে ইচ্ছে করে ইলেকশন কমিশন ভোট করেছেন যাতে ভোটের পার্সেন্টেজ কম হয়। কিন্তু তাও মানুষ এখন ভোট দিতে যাচ্ছে। ভোটারদের আমি প্রত্যেকটা ইলেকশন মিছিলে অনুরোধ করেছি মাস্ক পড়ে থাকতে কারণ তাদের জীবনটা আগে। রাজনীতি মানুষের জন্য মানুষ রাজনীতির জন্য নয়। অনেক মানুষ কোভিড্ আক্রান্ত হয়ে হসপিতালে আছেন, সেই ভোটগুলো হয়তো পড়বে না। ইলেকশন কমিশন এর জন্য দায়ী। উচিত ছিল চার দফা-পাঁচ দফা নির্বাচন এক সঙ্গে করে দেওয়া। ইচ্ছে করে মুর্শিদাবাদ মালদা ইত্যাদি জায়গায় রমজানের সময় ভোট রাখল যাতে মানুষের অসুবিধা হয়। বিস্ফোরক অভিযোগ ফিরহাদের।