বাইক ব়্যালি নিয়েও নালিশ তৃণমূলের, অভিযোগ ওড়াল বিজেপি

  • সোমবার হলদিয়ায় বাইক ব়্যালি ছিল বিজেপির
  • ব়্যালিতে স্কুটি নিয়ে দেখা যায় স্মৃতি ইরানিকে
  • এই ব়্যালি নিয়েই এখন তরজা চরমে

Share this Video

সোমবার হলদিয়ায় বাইক ব়্যালি ছিল বিজেপের। ব়্যালিতে স্কুটি নিয়ে দেখা যায় স্মৃতি ইরানিকে। টাউনশিপ থেকে সিটি সেন্টার পর্যন্ত চলে ব়্যালি। তাপসী মন্ডলের জন্যই প্রচার চালান স্মৃতি ইরানি। এই ব়্যালি নিয়েই এখন তরজা চরমে। বিনা অনুমতিতে হয়েছে এই বাইক ব়্যালি। এমনটাই অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। মাথায় হেলমেট পরেই হয়েছে ব়্যালি। সব নিয়ম মেনেই ব়্যালি করেছেন তারা। সাফ জানিয়ে দিয়েছে বিজেপি।

Related Video