হাড্ডাহাড্ডি লড়াইয়ে নন্দীগ্রামে হার হয়েছে তৃণমূল নেত্রীর, তারই প্রতিবাদে চলছে পথ অবরোধ থেকে অবস্থান বিক্ষোভ

  • ২ মে রাজ্যে হয় ভোটের গণনা
  • ওই দিনই বিজেপি -কে পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল
  • তৃণমূল জয়ী হলেও নন্দীগ্রামে হার হয় মমতার
  • এই হারই মেনে নিতে পারছেন না তৃণমূল সমর্থকরা 
     

Share this Video

২ মে রাজ্যে হয় ভোটের গণনা। ওই দিনই বিজেপি -কে পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল। তৃণমূল জয়ী হলেও নন্দীগ্রামে হার হয় মমতার। নন্দীগ্রাম থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল নেত্রীর হার। এই হারই মেনে নিতে পারছেন না তৃণমূল সমর্থকরা। রি-কাউন্টিং -এর দাবিও তোলে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন অবশ্য তা মানতে নারাজ। তারই প্রতিবাদে শুরু হয় পথ অবোরধ। হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে চলছে আবস্থান বিক্ষোভও।

Related Video