অবশেষে ঘোষিত হল ভোটের নির্ঘন্ট, ৮ দফায় বাংলার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ

  • অবশেষে ঘোষিত হল ভোটের নির্ঘন্ট
  • শুক্রবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানান হল 
  • পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে
  • ৮ দফায় এবার ভোট হবে বাংলায়

/ Updated: Feb 26 2021, 09:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অবশেষে ঘোষিত হল ভোটের নির্ঘন্ট। শুক্রবার ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানান হল। পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। ৮ দফায় এবার এবার ভোট হবে বাংলায়। পশ্চিমবঙ্গের দুজন পুলিশ অবজারভার নিয়োগ হচ্ছে। বিবেক দুবে ও মৃণাল কান্তি দাস -কে নিয়োগ করা হচ্ছে। অষ্টম অর্থাৎ ভোট শেষ হবে ২৯ এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে ২ মে। প্রথম দফা- ৩০ আসনে ভোট ২৭ মার্চ। ভোট হবে-
পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১, পশ্চিম মেদিনীপুর পার্ট ১। দ্বিতীয় দফা- ৩০ আসনে ভোট ১ এপ্রিল। ভোট হবে- বাঁকুড়া পার্ট ২, পূর্ব মেদিনীপুর পার্ট ২, পশ্চিম মেদিনীপুর পার্ট ২, দক্ষিণ ২৪ পরগণা পার্ট ১। তৃতীয় দফায়- ৩১ আসনে ভোট ৬ এপ্রিল। ভোট হবে- হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগণা পার্ট ২। চতুর্থ দফা- ৪৪ আসনে ভোট ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগণা পার্ট ৩, আলিপুরদুয়ার ও কোচবিহারের ৫টি করে আসনেও ভোটদান। পষ্ণম দফা- ৪৫ আসনে ভোট ১৭ এপ্রিল। ভোট হবে- উত্তর ২৪ পরগণা পার্ট ১, পূর্ব বর্ধমান-১ , নদিয়া পার্ট ১, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং -এ। ষষ্ঠ দফা- ৪৩ আসনে ভোট ২২ এপ্রিল। ভোট হবে- উত্তর ২৪ পরগণা পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর পার্ট ২ এবং নদিয়া পার্ট ২ -এ। সপ্তম দফা- ৩৬ আসনে ভোট ২৬ এপ্রিল। ভোট হবে- মালদহ পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরে। অষ্টম দফা- ৩৫ আসনে ভোট ২৯ এপ্রিল। ভোট হবে- মালদহ পার্ট ২, বীরভূম এবং কলকাতা উত্তরে।