চন্দ্রকোনায় দাঁতালের তান্ডব, হাতির সামনে পড়ে গুরুতর আহত ১

  • চন্দ্রকোনায় ফের হাতির তান্ডব 
  • লোকালয়ে এসে হুলুস্থুল ঘটাল দলছুট হাতি
  • হাতির সামনে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি
  • নষ্ট ধান থেকে শুরু করে ফসলও
  • হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়
/ Updated: Jul 03 2021, 09:46 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সাতসকালে দলছুট দাঁতালের তাণ্ডব চন্দ্রকোনায়। হাতির সামনে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি। হাতির তান্ডবে ক্ষতি হয়েছে বিস্তীর্ণ আলুর জমির। এছাড়াও গোলার ধান খেয়ে পালায় হাতিটি, সেই সঙ্গেই মোটরবাইক ভেঙে সেখানে কার্যত দাপিয়ে বেড়ায় হাতিটি। হাতিটিকে তাড়াতে গিয়ে হাতির সামনে পড়ে যায় চন্দ্রকোনার টুকুরিয়া এলাকার বাসিন্দা গজানন দাস। হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বনদপ্তর সূত্রের খবর, পানিকোটার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই রয়েছে হাতির পাল। সেই পাল থেকে কোনোভাবে দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। হাতিটিকে ফের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে বনবিভাগের কর্মীরা। হাতির হানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।