Viral fever: জ্বরে ফের শিশুমৃত্যুর ঘটনা, ছয় দিনে ১১ শিশুর মৃত্যু ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক
ছয় দিনে রায়গঞ্জ (Raiganj) গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে রোগীর পরিবার ও রায়গঞ্জবাসীর মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। যদিও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই এই সময় শিশুদের মধ্যে এই ধরনের উপসর্গ দেখা যায়। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে শিশুদের ভাইরাল জ্বরে (Viral fever) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি এবং কাশিতে আক্রান্ত শিশুর সংখ্যা। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, জানা গিয়েছে গত ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মোট ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।
ছয় দিনে রায়গঞ্জ (Raiganj) গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুদের মৃত্যুর ঘটনা নিয়ে রোগীর পরিবার ও রায়গঞ্জবাসীর মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। যদিও রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল (Raiganj Government Medical Collage Hospital) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই এই সময় শিশুদের মধ্যে এই ধরনের উপসর্গ দেখা যায়। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তবে পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে শিশুদের ভাইরাল জ্বরে (Viral fever) আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি এবং কাশিতে আক্রান্ত শিশুর সংখ্যা। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, জানা গিয়েছে গত ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত মোট ১১ জন শিশুর মৃত্যু হয়েছে।