Nandigram issue: নন্দীগ্রাম কিসান মান্ডির ঘটনায় ৬ জনকে আটক পুলিশের, তারই প্রতিবাদে ১২ ঘন্টার বনধ বিজেপির

কিসান মান্ডিতে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। শুক্রবার নন্দীগ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। কিসান মান্ডির সামনে শতাধিক বিজেপি কর্মী বিক্ষোভ দেখায়। কিসান মান্ডির এক্সটেনশন অফিসারকে হেনস্থার অভিযোগ ওঠে।

/ Updated: Nov 27 2021, 12:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কিসান মান্ডিতে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে ধুন্ধুমার। শুক্রবার নন্দীগ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। কিসান মান্ডির সামনে শতাধিক বিজেপি কর্মী বিক্ষোভ দেখায়। কিসান মান্ডির এক্সটেনশন অফিসারকে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর জখম হন ওই আধিকারিক। এই ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। তারই প্রতিবাদে নন্দীগ্রাম ১২ ঘন্টার ডাক দেয় বিজেপি। বনধের মিশ্র প্রভাব পড়েছে নন্দীগ্রামে। প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রামে (Nandigram) কৃষি আধিকারিককে হেনস্থার অভিযোগ। নন্দীগ্রামের হরিপুর গ্রামে বিজেপি (BJP) কর্মীদের বিক্ষোভ। বিক্ষোভ দেখান সেখানকার কৃষকরাও। কৃষিজাত দ্রব্য বিলিতে বৈষম্যের অভিযোগ। কৃষি আধিকারিকের উপর চড়াও। ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। কোনোরকমে পালিয়ে বাঁচেন সরকারি আধিকারিক। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, শুক্রবার কৃষিজাত দ্রব্য বিলি ও বন্টনে স্বজন-পোষনের অভিযোগে ব্লক কৃষিদপ্তরে বিক্ষোভ নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের। নন্দীগ্রাম ১ নং ব্লক কৃষি সম্প্রসারণ আধিকারিককে ধরে হেনস্থা ও নিগ্রহ করে বিক্ষোভকারীরা। এমনটাই অভিযোগ উঠেছে। কোনোরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই সরকারি আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনি।