চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির
হুগলিতে চিকিৎসার গফিলতির ভয়ংকর অভিযোগ। অপর্ণা পাত্র হুগলির সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য। তাঁর স্বামী জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হচ্ছিল।
হুগলিতে চিকিৎসার গফিলতির ভয়ংকর অভিযোগ। অপর্ণা পাত্র হুগলির সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য। তাঁর স্বামী জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হচ্ছিল। চিকিৎসক ছুটিতে যাবেন তাই সরকারি নার্সিংহোমে ভর্তি করানোর পরামর্শ দেন। সিজারের পরই কোমায় চলে গেলেন তৃণমূল সদস্য। তাঁর ৮০ শতাংশ ব্রেন ড্যামেজ হয়েছে বলে জানানো হয়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্যই এই পরিণতি। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান এবং আশ্বাস দেন আইনি পদক্ষেপ নেওয়ার।