১২ ঘন্টার বাংলা বনধে অবরোধ রাস্তা থেকে শুরু করে রেল
- বামেদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ
- জেলায় জেলায় রাস্তা অবরোধ করে চলছে বনধ
- অবরোধ করা হয়েছে রেল লাইনও
কর্ম সংস্থানের দাবিতে বাম-যুব ছাত্র সংগঠনের অভিযান চলে ধর্মতলায়। বৃহস্পতিবার চলে এই অভিযান। বামেদের সেই মিছিলেই বাধা দেয় পুলিশ। পুলিশ তাতে লাঠিও চালায় বলে অভিযোগ। তারই প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ডাকে বামপন্থীরা। বনধের জেরে জেলায় জেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বাম সমর্থকরা। রাস্তার পাশাপাশি রেল লাইনও অবরোধ করে বাম সমর্থকরা। অশোকনগর তিন নম্বর রেলগেট, যশোর রোড ও রেল লাইনের উপরে বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা ও রেল অবরোধ করা হয়। বন্ধ যশোর রোডের যান চলাচল ও বনগাঁ শিয়ালদা ট্রেন চলাচল। বারাসাত ১১ নম্বর রেলগেটের ছবিটাও ছিল একই। সেখানেও অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস সমর্থকরা। আর এই বনধের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।