করোনা যুদ্ধে জয়, হাসপাতালে উদ্দাম নাচ রোগীদের

  • রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
  • রায়গঞ্জে করোনা সংক্রমণের শিকার হন ১৫ জন
  • চিকিৎসায় সেরে উঠেছেন সকলেই
  • সেই আনন্দে হাসপাতালে চলল উদ্দাম নাচ
     

/ Updated: Jul 28 2020, 06:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চিকিৎসায় সেরে উঠেছেন সকলেই। করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর আনন্দ আর চেপে রাখতে পারলেন না কোভিডজয়ীরা। হাসপাতাল চত্বরে হিন্দির গানের সঙ্গে চলল উদ্দাম নাম। এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।

যতদিন যাচ্ছে, পরিস্থিতি ততই ঘোরালো হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে গোষ্ঠী সংক্রণের কথা স্বীকার করে নিয়ে সপ্তাহে দু'দিন লকডাউন জারি সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ঘটনা হল, আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি চিকিৎসায় সেরেও উঠছেন সিংহভাগ রোগীই। জানা দিয়েছে, করোনা আক্রান্ত হয়ে রায়গঞ্জে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পনেরোজন। এক সপ্তার পর যখন দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, তখন সকলেই রিপোর্ট নেগেটিভ আসে। এই খবর জানার পরই হাসপাতালে চত্বরেই আনন্দে নাচতে শুরু করেন দেন ওই পনেরোজন। বিকেলে ছাড়া পাবেন তাঁরা।