ভক্তশূণ্য বেলুড় মঠ, সেখানেই পালিত হচ্ছে মা সারদার ১৬৮ তম জন্ম তিথি
- করোনা আবহে ভক্তশূণ্য বেলুড় মঠ
- পালিত হচ্ছে মা সারদার ১৬৮ তম জন্মতিথি
- অন্যান্য বছরের মতই সব নিয়ম মেনেই হচ্ছে অনুষ্ঠান
- তবে সেখানে দর্শকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ
অন্যান্য বছরের মতই এবছরও বেলুড় মঠে পালিত হচ্ছে মা সারদার জন্ম তিথি। মা সারদার ১৬৮ তম জন্ম তিথি এবার, সেই উৎসবেই মেতেছে বেলুড় মঠ। অন্যান্য দিনের মতই ভোর ৪ টা ৪৫ মিনিটে সেখানে মঙ্গল আরতি হয়। সকাল সাতটায় বিশেষ পুজো হয়। বেলা বারোটায় হোম হয় সেখানে। এছাড়াও সারাদিনে নানান ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সেখানে। বেদপাঠ, স্তবগান ভজন থেকে শুরু করে মাতৃ সঙ্গীত, ভক্তিগীতি, লীলা গীতি প্রভৃতি। তবে অন্যান্য বছর যেখানে এই দিনে বেলুড়ে অগুন্তি ভক্ত সমাগম হয় সেখানে এবছর একেবারে ফাকা বেলুড় মঠ। সাধারণ মানুষ ও করোনার কথা মাথায় রেখেই এবার সেখানে ভক্তদের প্রবেশ নিষেধ। এবার তাই বাইরে থেকেই প্রণাম সারতে দেখা গেল দর্শনার্থীদের।