Asianet News BanglaAsianet News Bangla

উত্তরাখন্ডে কাজে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার ২ যুবক

Feb 9, 2021, 1:33 PM IST

উত্তরাখন্ডে কাজে গিয়েছিলেন পুরুলিয়ার দুই যুবক। তাঁদেরই এখন কোনও খোঁজ মিলছে না। জোশীমঠে হিমবাহে ধসের পর থেকে নিখোঁজ তাঁরা। নিখোঁজ দুই যুবকের নাম শুভংকর তন্তুবায় (২১) ও অশ্বিনী তন্তুবায় (৩১)। তাঁরা দু'জনেই এক ঠিকাদারের অধিনে কাজ করতেন। এমনটাই জানিয়েছে তাঁদের পরিবার। দুই যুবকের সন্ধানে প্রশাসনের দ্বারস্থ তাঁদের পরিবার। তাঁদের চিন্তায় এখন ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। প্রসঙ্গত, মহিষাদলেরও ৪জন শ্রমিক উত্তরাখন্ডের ঘটনার পর থেকেই নিখোঁজ।

Video Top Stories