২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান, মিছিল আটকাল পুলিশ

আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়, এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে । সেখান থেকে এপিসি ভবনে  মিছিল করে আসার সময় মিছিল আটকায় পুলিশ ।

Share this Video

আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে ২০১৭ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এপিসি ভবন অভিযানের ডাক দেয়, এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে । সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় মিছিল আটকায় পুলিশ | এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের । তারপর চাকরিপ্রার্থীরা সল্টলেক ১০ নম্বর ট্যাংক এর কাছে সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ২০১৭ তে উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের কে নিয়োগ করতে হবে

Related Video