হলদিয়া আইওসি-তে বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত কমপক্ষে ৪০

হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে আগুন। বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত কমপক্ষে ৪০। বেশ কয়েকজন গুরুতর আহত। গুরুতর আহতদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

/ Updated: Dec 21 2021, 08:05 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে আগুন। বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত কমপক্ষে ৪০। বেশ কয়েকজন গুরুতর আহত। গুরুতর আহতদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। দুপুর নাগাদ সেখানে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। সূত্রের খবর, আগুনে পুড়ে আহত হয় ৪৩ জন। কারখানার অন্যান্য শ্রমিকদের চেস্টায় তাদের সংস্থার নিজস্ব  হাসপাল সহ অন্যান্য  নার্সিংহোম চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। বেশিরভাগ শ্রমিক প্রায় ৭০/৭৫ শতাংশ আগুনে পুড়েছে। এর আগে বেশ কয়েকবার কারখানায় আগুন লাগে। মৃত্যুও হয়েছে। তারপর আবাও এই ধরনের আগুনের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে আহত শ্রমিকদের পাশে হলদিয়া পুরসভার কাউন্সিলরগন হাজির হয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ  এখনো বিশেষ কিছু তথ্য জানাচ্ছেন না।