ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু হল বাইসন, কোচবিহারের মাথাভাঙা থেকে উদ্ধার করা হল তাকে

  • কোচবিহারের মাথাভাঙায় উদ্ধার হল একটি বাইসন
  • বন বিভাগের কর্মীরা ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে বাইসনটিকে
  • বাইসনের হামলায় আহত হয়েছেন দু'জন 
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও
/ Updated: Oct 07 2020, 08:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোচবিহারের মাথাভাঙা দুই ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের গুমানি ময়নাতলি এলাকা থেকে উদ্ধার করা হল একটি বাইসনকে। মাথাভাঙা বন বিভাগের রেঞ্জার সজল পাল জানিয়েছেন সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ তাঁরা খবর পান। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বনবিভাগের কর্মীরা ও অন্যান্য কর্মীরা। এরপর বন বিভাগের কর্মীরা এসে প্রথমে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে বাইসনটিকে। তার পরেই উদ্ধার করা হয় তাকে। বাইসনের হামলায় দু'জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। রেঞ্জার অফিসার সজল পাল জানিয়েছেন। এখন তাঁরা দুজনেই চিকিৎসাধীন। তবে দুজনই এখন সুস্থ আছেন বলে জানা গিয়েছে।