Asianet News BanglaAsianet News Bangla

কালী পুজোর মন্ডপেই স্বীকৃতি পেল প্রেম, বিয়ের পরেই ভাসান হল মা কালীর

Nov 19, 2020, 4:24 PM IST

চলছিল কালী পুজো আর তার মাঝেই হল বিয়ে। মধ্যমগ্রামের একটি পুজো মন্ডপে ঠিক এমন ঘটনাই ঘটেছে। কালী পুজো শেষে ওই পুজো মন্ডপে তখন ভাসানের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়েই একটি ছেলে ও মেয়ে সেখানে গিয়ে একে অপরকে বিয়ে করার আর্জি জানায়। সেখানকার মানুষজনও তাদের এই আর্জি মেনে নিয়ে বিয়ের প্রস্তুতি শুরু করে সেখানেই। মেয়েটির শাড়ি ও ছেলের ধুতি পাঞ্জাবির ব্যবস্থাও নাকি পাড়ার লোকেরাই করে। এর পরে নিয়ম মেনে চার হাত এক হয় সেখানে। ছেলেটি অবশ্য ওই পাড়াতেই থাকে বলে জানা গিয়েছে। তাদের বিয়ে শেষ হওয়ার পরেই মা কালীর ভাসান হয়। 

Video Top Stories