Jalpaiguri News : শোলার ফুল বিক্রির আসায় পথে শিক্ষিত যুবকের দল
শোলার ফুল বিক্রির আসায় পথে শিক্ষিত যুবকের দল। লক্ষ্মী পুজোর বাজারে অন্যতম উপকরণ শোলার ফুল। পদ্ম ফুল, ধান-দুব্বার পাশাপাশি এই শোলার ফুলেরও চাহিদা থাকে তুঙ্গে। ঝালমুড়ি, চা বিক্রি না করে নিজেদের হাতের কাজের উপরই ভরসা এই যুবকদের। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন বাজারে সকাল থেকেই ভিড়। বেকারত্বের যন্ত্রনা লুকিয়ে একগাল হাসি নিয়ে ক্রেতাদের কাছে অনুরোধ শোলার ফুল কেনার।
শোলার ফুল বিক্রির আসায় পথে শিক্ষিত যুবকের দল। লক্ষ্মী পুজোর বাজারে অন্যতম উপকরণ শোলার ফুল। পদ্ম ফুল, ধান-দুব্বার পাশাপাশি এই শোলার ফুলেরও চাহিদা থাকে তুঙ্গে। ঝালমুড়ি, চা বিক্রি না করে নিজেদের হাতের কাজের উপরই ভরসা এই যুবকদের। জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন বাজারে সকাল থেকেই ভিড়। বেকারত্বের যন্ত্রনা লুকিয়ে একগাল হাসি নিয়ে ক্রেতাদের কাছে অনুরোধ শোলার ফুল কেনার।