ভোর রাতে হাতির গর্জন, ৪২ টি হাতির একটি দল প্রবেশ করল বিষ্ণুপুরে, দেখে নিন ভিডিও

  • ঘুম উড়েছে বিষ্ণুপুরবাসীর
  • সেখানেই প্রবেশ করল  ৪২ টি হাতির একটি দল
  • কিছুদিন আগে এই হাতির দলটি তান্ডব চালিয়েছিল 
  • এক নজরে দেখে নিন ভিডিও
     
/ Updated: Nov 04 2020, 10:32 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার হাতি ঘিরে আতঙ্ক বিষ্ণুপুরে। সদ্যোজাত দুই হস্তিশাবক সহ ৪২ টি হাতির একটি দল প্রবেশ করেছে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের কোশিরবাধ জঙ্গলে। বেশ কয়েকদিন ধরে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় তান্ডব চালিয়েছে এই দলটি। ফের দলটিকে পশ্চিম মেদিনীপুরে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বনদফতররের কর্মীরা। সোমবার ভোরে জয়পুরের জঙ্গল ছেড়ে বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়ক অতিক্রম করে বাসুদেবপুরের কোশিরবাধ জঙ্গলে ঢুকে পড়ে দলটি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি পশ্চিম মেদিনীপুর মুখেই রয়েছে। দলের মধ্যে দুটি সদ্যোজাত হস্তিশাবক এবং বাচ্চা হাতি রয়েছে সেই দিকে সজাগ দৃষ্টি রেখেই দলটিকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে।