ফের ডুডুয়া নদীর জলে প্লাবিত হল ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা

রবিবার রাতে ভুটান পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির জেরে ফুঁলেফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি | যার ফলে জল ঢুকতে শুরু করেছে মূলত জোতিষের কলোনী ও তিতলি তলা মল্লিক সভা এলাকায় | জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ১০০ টির বেশি পরিবার

/ Updated: Jun 27 2022, 04:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার রাতে ভুটান পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির জেরে ফুঁলেফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি| যার ফলে জল ঢুকতে শুরু করেছে মূলত জোতিষের কলোনী ও তিতলি তলা মল্লিক সভা এলাকায় |জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ১০০ টির বেশি পরিবার | অভিযোগ ডুডুয়া নদীর বাঁধ কয়েক বছর আগে ভেঙে যায়, যার ফলে বাঁধ বয়ে গ্রামে জল ঢুকতে শুরু করে | রাতে বৃষ্টি হলে জল বাড়লে এলাকার মানুষদের সরিয়ে নেওয়া হবে|রাতে বৃষ্টি হলে জল আরো বাড়লে ডুডুয়া নদীর জলে কার্যত ডুবে যাবে গোটা এলাকা