বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ফাঁসিদেওয়ায়

ফাঁসিদেওয়া থানার অন্তর্গত নির্মল জোত সরকার পাড়া এলাকায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে স্থানীয় এলাকাবাসীর ওই কচ্ছপটিকে এলাকায় হাঁটতে দেখে। এরপরই এলাকাবাসীরা বনদপ্তরে খবর দিলে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বিরল প্রজাতির কচ্ছপ কি করে ওই এলাকায় এল তা নিয়ে ধন্দে এলাকার মানুষ।
 

/ Updated: Jun 09 2022, 02:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতের বেলায় চেয়ার তলায় কে রে? এমনভাবেই উৎসুক হয়ে উঠেছিলেন রাধাকান্ত সরকার। উঁকি মারতেই তিনি দেখতে পান চেয়ারের তলায় একটি কচ্ছপ ঘোরাফেরা করছে। ঘটনাটি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার নির্মল জোত সরকার পাড়া এলাকায়। কচ্ছপটি বিরল প্রজাতির বলে দাবি করেছে বন দফতরের কর্মী। কীভাবে এই কচ্ছপ এই এলাকায় এলে তার সূত্র পাওয়া যায়নি। তবে, এই এলাকা ডুয়ার্স লাগোয়া তাই জলা-জঙ্গলও রয়েছে আশপাশে। সেখা দিয়ে কোনওভাবে কচ্ছপটি আসতে পারে বলেও মনে করা হচ্ছে। পরে বনদফতরের লোকজন এসে কচ্ছচপটি নিয়ে যায়।