গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ডাক্তারি ছাত্রের, হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

  • গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ডাক্তারি ছাত্রের
  • হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ 
  • আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি
  • মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম
     

Share this Video

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ডাক্তারি ছাত্রের। মৃত ছাত্রের নাম দিব্যেন্দু সর্দার। মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ এখন গোটা গ্রাম। দক্ষিণ 24 পরগনার গোসাবার শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিল দিব্যেন্দু। বুধবার সকালে হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। ঠিক কি কারণে এমনটা ঘটাল সে তা এখনও সবার অজানা। পড়াশনার পাশাপাশি গ্রামের মানুষদেরও অনেক সাহায্য করত দিব্যেন্দু, এমনটাই জানাচ্ছে তাঁর প্রতিবেশীরা। পাড়ার সকলে তাঁকে ভালোবাসার সঙ্গে সম্মানও করতো। তাঁর শিক্ষকও জানিয়েছেন ছোট বেলা থেকেই সে পড়াশোনায় খুব ভালো ছিল। এরকম এক ছাত্রের এমন পরিণতি কেও এখনও মেনে নিতে পারছেন না। শুধু তাই নয় তাদের দাবি এই আত্মহত্যার পেছনে নিশ্চই কোনও কারণ আছে যা খুঁজে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।

Related Video