অপমানে আত্মহত্যার চেষ্টা, সুইসাইড নোটে লেখা 'আমি চুরি করিনি'

কাঁচরাপাড়ার মিলন নগরে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। কাঁচরাপাড়ার মিলন নগর-এর বাসিন্দা রাম সরকার। তাঁর বিরুদ্ধে চুরির আভিযোগ করে তাঁর কাকার ছেলে। চুরির অভিযোগে গ্রেফতারও করা হয়, দাবি তাঁর পরিবারের। রাম সরকার নামের ওই ব্যক্তির ওপর অত্যাচারও করা হত বলে অভিযোগ।

/ Updated: Jan 19 2022, 06:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কাঁচরাপাড়ার মিলন নগরে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। কাঁচরাপাড়ার মিলন নগর-এর বাসিন্দা রাম সরকার। তাঁর বিরুদ্ধে চুরির আভিযোগ করে তাঁর কাকার ছেলে। চুরির অভিযোগে গ্রেফতারও করা হয়, দাবি তাঁর পরিবারের। রাম সরকার নামের ওই ব্যক্তির ওপর অত্যাচারও করা হত বলে অভিযোগ। প্রসঙ্গত, কাঁচরাপাড়ার মিলননগরের বাসিন্দা রাম সরকার (৪০) পেশায় রংমিস্ত্রি। রাম-এর কাকার ছেলে লক্ষণ সরকার বেশ কয়েকদিন আগে চুরির বদনাম দিয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পুলিশ এসে তুলেও নিয়ে যায় রাম সরকারকে। তারপর চুরি প্রমাণ না হওয়ায় তাঁর ভাই তাঁকে ছাড়িয়ে নিয়ে আসে। তাঁর কাকার ছেলেরা দীর্ঘদিন ধরেই মানসিক অত্যাচার করত তাঁর উপর, অবশেষে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ব্যক্তি। একটি সুইসাইড নোটেও লেখে সে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম হসপিটালে ভর্তি করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন ওই ব্যক্তি।