মেদিনীপুর শহরের ফ্লাই ওভারের তলায় পড়ে রয়েছে এক ব্যাক্তি, খোঁজ নেয়নি কেউ

পাঁচ মাস ধরে এভাবেই মেদিনীপুর শহরের ফ্লাই ওভারের তলায় অসহায় অবস্থায় এক ব্যাক্তি পড়ে রয়েছে, বাড়ি থেকেও কেউ খোঁজ খবর নেয়নি

/ Updated: Sep 01 2022, 05:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মেদিনীপুর শহরের ফ্লাই ওভারের তলায় পড়ে রয়েছে এক ব্যাক্তি | পাঁচ মাস ধরে এভাবেই পড়ে রয়েছে বছর চল্লিশের সুকুমার ঘোষ নামে ওই ব্যাক্তি | হাঁটাচলা করা তো দুরের কথা উঠে বসার ক্ষমতা নেই তার | মাস পাঁচেক আগে নির্মানের কাজ করতে মেদিনীপুরে এসেছিল ওই ব্যাক্তি | এখানে এসে অসুস্থ হয়ে পড়লে, আর তার বাড়ি ফেরা হয় নি | বাড়ি থেকেও কেউ খোঁজ খবর নেয়নি তার |